চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
ভোলাহাটে উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম সংসদ আয়োজিত শেখ রাশেদ স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট খেলা শনিবার রামেশ্বর হাই স্কুল মাঠে চাঁপাইনবাবগঞ্জ জেলা আলীগ সহ সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে উদ্বোধন হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মইনুদ্দীন মন্ডল। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হাসান, উপজেলা আলীগ সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল হক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম চুনু, সিনিয়ারা সহসভাপতি ইয়াসিন আলী শাহ, জেলা পরিষদ মহিলা সদস্য হোসনে আরা পাখি, জেলা সদস্য পিয়ার জাহান, হাকিম রেজা, ভোলাহাট ইউপি চেয়ারম্যান ইয়াজদানী জর্জ। অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট ইউপি আলগি সভাপতি আনোয়ার রহোসেন রজব, সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন নিখিল, আওয়ামী যুবলীগ নেতা আব্দুল মতিন ও বীরমুক্তিযোদ্ধা আরজেদ আলী। উদ্ধোধনী খেলায় গোমস্তাপুর উপজেলার কাশিয়াবাড়ী ফুটবল একাদশ ও ভোলাহাট উপজেলার পোল্লাডাংগা ফুটবল একাদশ অংশ গ্রহণ করে। ৩০ মিনিট করে ১ ঘন্টার এ খেলায় পরিচালক হিসেবে ছিলেন, ৬কবির পারভেজ শাহ মীনা, সহকারী পরিচালক ছিলেন, দিপু ও শামীম রেজা। এ খেলায় পোল্লাডাংগা ফুটবল একাদশ ১ গোল দিয়ে কাশিবাড়ী ফুটবল একাদশ ০-গোল । পোল্লাডাংগা ফুটবলএকাদশ ১ গোল দিয়ে বিজয় ছিনিয়ে নেয়। এর পূর্বে প্রধান অতিথি ফুটবল খেলার শুভ উদ্বোধন করেন। এ খেলায় জেলার মোট ১৬টি ফুটবল দল অংশ নিবে।

Share Button