• সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০৩:১০ অপরাহ্ন

বারবার আকাশ সীমা লঙ্ঘন মিয়ানমারের

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা সংকটের মধ্যেই কয়েক দিন পরপর বাংলাদেশের আকাশ সীমায় ঢুকে পড়ছে মিয়ানমারের হেলিকপ্টার ও ড্রোন।

এ নিয়ে কড়া প্রতিবাদ জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ প্রতিবাদের  কথা জানিয়েছে।

এতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ঢাকায় মিয়ানমারের শার্জ দি অ্যাফেয়ার্স অং মিন্টকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ পূর্ব এশিয়া বিভাগের মহা পরিচালকের দফতরে ডেকে পাঠানো হয়। এসময় তার কাছে কড়াভাবে প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি তার হাতে একটি প্রতিবাদলিপি দেয়া হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমারের প্রতিনিধিকে জানায়, গত ১০, ১২ ও ১৪ সেপ্টেম্বর মিয়ানমারের ড্রোন ও হেলিকপ্টার বাংলাদেশের আকাশসীমা লঙ্ঘন করে।

২৫ অাগস্টের পর থেকে দফায় দফায় আকাশসীমা লঙ্ঘনের প্রসঙ্গ তুলে ধরে এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ডের জন্য বাংলাদেশের পক্ষ থেকে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

পাশাপাশি মিয়ানমারকে সতর্ক করে বাংলাদেশ বলেছে, তাদের এ ধরনের উসকানিমূলক কর্মকাণ্ড ‘অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি’ ডেকে আনতে পারে।

গত ২৪ অাগস্ট মিয়ানমারের রাখাইনে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে রোহিঙ্গা হামলার পর রোহিঙ্গাদের ওপর দমন-পীড়ন শুরু হয়। এর ফলে বাংলাদেশ সীমান্তে নতুন করে রোহিঙ্গা শরণার্থীর ঢল শুরু হয়। জাতিসংঘের হিসাবে এ পর্যন্ত চার লাখের মত রোহিঙ্গা বাংলাদেশে ঢুকেছে এবং পরিস্থিতির উন্নতি না হলে তা ১০ লাখে পৌঁছাতে পারে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ