মিয়ানমারের রাখাইন রাজ্যে নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা বাংলাদেশের জন্য বিশাল বোঝা বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোহিঙ্গা ইস্যুটি সরকারের জন্য কঠিন চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন তিনি।
শনিবার বিকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এ কথা বলেন।
প্রসঙ্গত, জাতিসংঘের হিসাবে গত ২৫ আগস্ট থেকে এ পর্যন্ত চার লাখেরও বেশি রোহিঙ্গা শরণার্থী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
শরণার্থীরা সড়কের পাশে, সমতল এবং পাহাড়ে খোলা আকাশের নিচে অবস্থান করছে।