সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ রোববার উল্লাপাড়া পৌরসভা এলাকার বিভিন্ন উন্নয়ন ও সমস্যাদি নিয়ে এক মতবিনিময় সভা হয়েছে। স্থানীয় শহরের অভিজাত একটি হোটেলের সস্মেলন কক্ষে উন্নয়ন ভাবনা শীর্ষক এ সভা হয়েছে। উল্লাপাড়া পৌরসভার মেয়র এস.এম. নজরুল ইসলাম এ মতবিনিময় সভায় বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের বিস্তারিত তুলে ধরেন। তিনি এ সভায় বলেন ইতিমধ্যেই প্রায় সাড়ে ৪ কোটি টাকা ব্যয়ে পৌর বাস টার্মিনাল নির্মান, পৌর শহরের বিভিন্ন সড়কে প্রায় ৭শত সড়কবাতি স্থাপন, প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে পৌর শহরের বিভিন্ন রাস্তা, ব্রীজ কালভার্ট নির্মান প্রকল্পের কাজ সমাপ্ত করা হয়েছে। তিনি আরো বলেন, আগামী মার্চের মধ্যে বিশ্ব ব্যাংকের অর্থায়নে পৌর এলাকার ১০ হাজার পরিবার সুপেয় পানি পাবে। পৌর শহরে উদ্ধারকৃত খাল পুনঃখনন সহ বিভিন্ন অবকাঠামো নির্মানে ১ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। এছাড়া পৌর শহরে বসবাসকারী মুক্তিযোদ্ধাদের কর মওকুফসহ তাদের বসতবাড়ীতে নামফলক লাগানো হয়েছে বলে জানানো হয়। এছাড়া তিনি আরো উল্লেখ করেন দীর্ঘদিন ধরে অবৈধ দখলে থাকা প্রায় শত কোটি টাকার সম্পদ দখলদারদের কবল থেকে মুক্ত করা হয়েছে। এ মতবিনিময় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা সাংবাদিক গোলাম মোস্তফা, কল্যাণ ভৌমিক, এ.আর.জাহাঙ্গীর, সাহারুল হক সাচ্চু, মোঃ আব্দুস ছাত্তার, জয়নাল আবেদীন জয় প্রমুখ।

Share Button