জাতীয় সংবাদ | তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 184 বার

দুর্গাপূজায় এবার রাত ৮টার মধ্যে প্রতিমা বিসর্জন দিতে হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রোববার সচিবালয়ে পূজায় আইনশৃঙ্খলা ইস্যুতে সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান। এ ছাড়া পূজায় মাদক সেবন ও আতশবাজি নিষিদ্ধ করা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা শুরু হবে আগামী ২৬ সেপ্টেম্বর। প্রতিমা বিসর্জন হবে ৩০ সেপ্টেম্বর।
ঢাকায় ২৩১টিসহ সারা দেশে এবার ৩০ হাজারেরও বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা হবে পূজায় বিঘ্ন সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রয়োজনে মোবাইল কোর্ট বসিয়ে কঠোর অবস্থান নেয়া হবে বলেও সাংবাদিকদের জানান মন্ত্রী।
Leave a Reply