• সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩, ০২:৩৪ অপরাহ্ন

অবশেষে প্রত্যাশিত সেঞ্চুরির দেখা পেলেন আশরাফুল

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

শুক্রবার শুরু হওয়া জাতীয় ক্রিকেট লিগের ১৯তম আসরে ঢাকা মহানগরের হয়ে সেঞ্চুরি করেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। চার বছর পর প্রত্যাশিত সেঞ্চুরির দেখা পেলেন তিনি।

বিপিএলে স্পট-ফিক্সিংয়ের দায়ে তিন বছরের বহিষ্কারাদেশ কাটিয়ে গত বছর জাতীয় লিগ দিয়ে ঘরোয়া ক্রিকেটে ফিরেছিলেন মোহাম্মদ আশরাফুল।

কিন্তু ফেরাটা স্মরণীয় করে রাখতে পারেননি তিনি। পাঁচ ম্যাচে রান ১২৩, সর্বোচ্চ ৩৯। বাজে খেলায় দল থেকে বাদ পড়ার অভিজ্ঞতাও তার হয়েছিল।

এবার জাতীয় ক্রিকেট লিগে শুরুটা করেছেন দুর্দান্ত। আশরাফুলের সেঞ্চুরিতে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রামের বিপক্ষে প্রথম দিনে ভালো অবস্থানে আছে ঢাকা মহানগর। ৫ উইকেটে তাদের রান ২৫৪।

মেহেদী হাসান রানার বলে উইকেটকিপার সাব্বিরের ক্যাচ হওয়ার আগে আশরাফুলের রান ছিল ১০৪।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ