• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:৫৬ পূর্বাহ্ন

দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছেড়েছে টাইগাররা

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৭

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ ক্রিকেট দল।

শনিবার সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা দেন জাতীয় দলের ক্রিকেটাররা।

দুই ভাগে দক্ষিণ আফ্রিকায় যাবে টাইগাররা। প্রথমভাগে টেস্ট স্কোয়াডে যারা রয়েছেন শুধু তারাই যাবেন। পরবর্তীতে ওয়ানডে ও টি২০ দলের সদস্যরা দক্ষিণ আফ্রিকায় যাবেন।

এদিকে বিশ্ব একাদশের হয়ে পাকিস্তানে খেলতে যাওয়ার কারণে দলের সঙ্গে রওনা হননি ওপেনার তামিম ইকবাল।

দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর এবং দ্বিতীয়টি ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে।

এছাড়া সফরকালে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টি ২০ ম্যাচও খেলবে।

ঘোষিত দলে নতুন করে স্থান পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ, রুবেল হোসেন ও শুভাশীষ রায়।

দলের অন্যরা হলেন, মুশফিকুর রহীম, তামিম ইকবাল, সৌম্য সরকার, মুমিনুল হক, সাব্বির রহমান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন, মোস্তাফিজুর রহমান ও শফিউল ইসলাম।

সাকিব আল হাসান বিশ্রামের জন্য ছুটির আবেদন করায় তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। তবে তিনি চাইলে দ্বিতীয় টেস্টে অংশ নিতে পারবেন।

৪৩ দিন দক্ষিণ আফ্রিকায় থাকবেন বাংলাদেশ জাতীয় দলের  ক্রিকেটাররা।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ