বিপিএলের পঞ্চম আসরে কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে দলে টেনেছে রাজশাহী কিংস।

শনিবার প্লেয়ার্স ড্রাফটে প্রথমেই তার নাম ওঠে।

প্রথমবারের মতো আইকনের ট্যাগ লেগেছিল গায়ে। সুযোগ পেয়েছিলেন বরিশাল বুলসে। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) পঞ্চম আসরে দলটিকে বাদ দেয়া হয়।এরপর মোস্তাফিজকে খেলোয়াড়দের ‘এ’ প্লাস ক্যাটাগরিতে স্থান দেয়া হয়।

এবারের বিপিএলে সাতটি দল- ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, খুলনা, কুমিল্লা ও রংপুর অংশ নেবে। ইতিমধ্যে দলগুলো তাদের আইকন খেলোয়াড়ের নাম প্রকাশ করেছে।

Share Button