সাময়িক বিশ্রামে থাকায় দক্ষিণ আফ্রিকা সফরে সাকিবের অভাব বোধ করবেন বলে মন্তব্য করেছেন টেস্ট ক্রিকেট দলের অধিনায়ক মুশফিকুর রহিম।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলতে যাওয়ার আগে মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
মুশফিক বলেন, সাকিব বাংলাদেশ দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক খেলোয়াড়। তবে তিনি না খেললেও দলগতভাবে খেলে তার অভাব পূরণ করার চেষ্টা করব।
তিনি নিজের খেলার পজিশন প্রসঙ্গে বলেন, দলের প্রয়োজনে যে কোনো জায়গায় খেলতে প্রস্তুত আছি।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে চলতি মাসেই দক্ষিণ আফ্রিকা সফরে যাচ্ছেন টাইগাররা। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি আগামী ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর এবং দ্বিতীয়টি ৬ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হবে। এ ছাড়া সফরকালে বাংলাদেশ তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচও খেলবে।
সাকিব আল হাসান বিশ্রামের জন্য ছুটির আবেদন করায় তাকে ছাড়াই দল ঘোষণা করা হয়েছে। তবে তিনি চাইলে দ্বিতীয় টেস্টে অংশ নিতে পারবেন।