শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী মিয়ানমারের গণতান্ত্রিক নেতা অং সান সুচিকে রাখাইনে ‘গণহত্যার অংশীদার’ হিসেবে মন্তব্য করেছে ইউরোপভিত্তিক একটি রোহিঙ্গা গ্রুপ।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদলু এজেন্সিকে দেয়া এক সাক্ষাৎকারে রোহিঙ্গা গ্রুপের নেতা হেলা কাইওয়া বলেন, মিয়ানমার রাখাইন মুসিলমদের ধ্বংস করতে চায়। কারণ তারা রাখাইন রাজ্যের ভূমি দখল করতে চায়।
তিনি বলেন, সেনারা এখনও গ্রামগুলোতে আগুন লাগাচ্ছে। তারা গ্রামের সব বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে।
রাখাইন রাজ্যে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে সুচি এরই মধ্যে আন্তর্জাতিক চাপের মধ্যে রয়েছেন।
জাতিসংঘ ও অন্যান্য সংস্থার তথ্যমতে, রাখাইনে এ পর্যন্ত প্রায় ৪ হাজার মানুষ নিহত হয়েছে। ৪ লাখেরও বেশি মানুষ প্রাণে বাঁচতে বাংলাদেশে প্রবেশ করেছে।
Share Button