লালমনিরহাট প্রতিনিধি॥
লালমনিরহাটের হাতিবান্ধায় ক্রিকেট খেলা নিয়ে দুগ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের ৭জন আহত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার মেডিকেল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
হাতিবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামীম হোসেন সরদার জানান,শুক্রবার বিকেলে পারুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে পারুলিয়া ও সিন্দুর্না এলাকার মধ্যে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। খেলায় পারুলিয়ার কাছে হেরে গেলেও পরাজয় মেনে নিতে নারাজ সির্ন্দুনা এলাকার দর্শকরা। এর ঘটনার জের ধরে হাতিবান্ধা আলিমুদ্দিন ডিগ্রী কলেজ মাঠে পারুলিয়া এলাকার মাজেদুল ইসলাম নামের এক ছাত্রকে মারধর করেন সির্ন্দুনা এলাকার কয়েক যুবক। এখবর ছড়িয়ে পড়লে পারুলিয়া এলাকার যুবকরা সংঘবদ্ধ হয়ে মেডিকেল মোড়ে সির্ন্দুনার কয়েক যুবককে পাল্টা মারধর করেন। এ ঘটনায় মেডিকেল মোড়ে দু’গ্রুপের ঘন্টাব্যাপী ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয়পক্ষের ৭জন আহত হয়। আহতদের হাতিবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাতিবান্ধা থানার (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কোন পক্ষই এখন পর্যন্ত অভিযোগদায়ের করেনি। তবে দু’পক্ষের চেয়ারম্যানদেরকে থানায় আসতে বলা হয়েছে।

Share Button