সারাদেশ | তারিখঃ সেপ্টেম্বর ১৯, ২০১৭ | নিউজ টি পড়া হয়েছেঃ 241 বার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে রবিবার ৫ জুয়াড়িসহ ৬ জনের বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন মোবাইল কোর্ট। পুলিশ সূত্র জানায় অফিসার ইনর্চাজ ফাসির উদ্দীনের নির্দেশে এসআই ওসমান গণি সঙ্গীয় পুলিশ সদস্যের একটি দল অভিযান চালিয়ে রবিবার(১৭ সেপ্টম্বর) রাত ১টার সময় উপজেলার ঘাইবাড়ী গ্রামের মৃতঃ এমাজউদ্দিনের ছেলে জালালউদ্দীনের বাড়ী জুয়া খেলা অবস্থায় ঘাইবাড়ী গ্রামের মতিউর রহমানের ছেলে শহীদুল ইসলাম (৩৮), একই গ্রামের যথাক্রমে মতিউর রহমানের ছেলে মশিউর রহমান (২৬), মজিবর রহমানের ছেলে বাদশা (২৬), এমাজ উদ্দীনের ছেলে জালালউদ্দিন (৪৫) ও গোমস্তাপুর উপজেলার কালোপুর গ্রামের আব্দুল ওহাবের ছেলে লালু (৪৫)- কে হাতে নাতে গ্রেফতার করে। একই স্থান থেকে মাদক ব্যবসায়ী একই গ্রাম ঘাইবাড়ীর বদিউজ্জাবানের ছেলে তরিকুল ইসলাম (৩২) কে গ্রেফতার কওে পুলিশ। পরে এ দিন বিকেলে সহকারী কমিশনার (ভূমি) এর কার্য়ালয়ে উপস্থিত করলে মোবাইল কোর্ট বসিয়ে সহকারি কমিশনার ভূমি মোঃ মাসুদুর রহমান মাসুদ নির্বাহী ম্যাজিষ্ট্রেটের দায়িত্বে থেকে ৫ জুয়াড়িকে বংগীয় প্রকাশ্য জুয়া আইনে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড দেন এবং অপর একজন তরিকুল ইসলামকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪ মাসের সশ্রম কারাদন্ড প্রদান করা হয়। এ ব্যাপারে ভোলাহাট থানার অফিসার ইনর্চাজ ফাসির উদ্দীন বলেন আসামীদের সাজা হওয়ার পর পর জেলা হাজতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply