শারদীয় দুর্গাপূজায় প্রতিবারই নারীদের পছন্দের শীর্ষে থাকে বাহারি রঙের বিভিন্ন ডিজাইনের শাড়ি।গাঢ় রঙ আর জমিনে নজরকাড়া কারুকাজ না হলে কী পূজা জমে? তাই পছন্দসই শাড়ি কিনতে নারীরা ছুটছেন রাজধানীর বিভিন্ন বিপণিবিতানে।বরাবরের মতো এবারও যমুনা ফিউচার পার্কে মিলবে নতুন ডিজাইনের বাহারি রঙের শাড়ি।
সরেজমিন শুক্রবার রাজধানীর যমুনা ফিউচার পার্ক, নিউমার্কেট, চাঁদনীচকসহ বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, শপিংমলগুলো আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে।
মার্কেটে পূজা উপলক্ষে ক্রেতা সমাগম বেড়েছে। আনা হয়েছে বিভিন্ন ডিজাইনের বাহারি রঙের শাড়ি। শাড়ির কারুকাজ, ডিজাইনে এসেছে নতুনত্ব। এসি মার্কেট, নন-এসি মার্কেট, ফুটপাত, জুয়েলারি দোকান, টেইলার্স- সবখানে চোখে পড়ার মতো ভিড় লক্ষ্য করা গেছে। দেশীয় পণ্যের পাশাপাশি বিদেশি পণ্যের বেশ চাহিদা রয়েছে।
শাড়ির মাকের্টে সুতি, কাতান, বেনারসির সঙ্গে এবার চল উঠেছে সিল্কের। পিওর সিল্ক, তসর সিল্কের শাড়ি। বাংলা এক প্যাঁচের সাদা ও লাল পাড়ের শাড়ি। যদিও এখন লাল-সাদার চেয়ে অফ হোয়াইট, হালকা গোল্ডেন জমিনের শাড়ির সঙ্গে হলুদ, কমলা, সবুজ, গোলাপি বা উজ্জ্বল রঙের পাড় লাগানো শাড়ির ফ্যাশন চলছে।