বাংলাদেশে বসে একসঙ্গে অনুশীলন করার সুযোগ হয়নি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ শেষের পর ছুটি কাটিয়ে আর দেশে বসে একত্রিত হওয়া হয়নি ক্রিকেটারদের। এমনকি এক সঙ্গে দক্ষিণ আফ্রিকায়ও যেতে পারেননি তারা। অবশেষে গতকাল বাংলাদেশ টেস্ট দলের সব ক্রিকেটার একত্রিত হলেন দক্ষিণ আফ্রিকার বেনোনিতে। শুরু হলো জাতীয় দলের অনুশীলন।
একদিন আগে দুই ভাগে ভাগ হয়ে মূল দলটা পৌঁছেছে দক্ষিণ আফ্রিকায়। গতকাল দুপুরে পৌঁছেছেন তামিম ইকবাল। আর গতকালই সকালে পৌঁছেছেন প্রধান কোচ হাতুরুসিংহে। আর তারপর একত্রিত হয়ে টেস্টকে সামনে রেখে শুরু করেছেন অনুশীলন।