• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:০৯ পূর্বাহ্ন

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি ছাড়া সবাই একমত : খাদ্যমন্ত্রী

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৭

রোহিঙ্গা ইস্যুতে বিএনপি ছাড়া দেশের সব রাজনৈতিক দল এবং জনগণ ঐক্যবদ্ধ রয়েছে বলে উল্লেখ করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
তিনি বলেন, এই ইস্যুতে একটি দল ছাড়া বাংলাদেশের সকল রাজনৈতিক দল ও দেশের সকল মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদক্ষেপের পেছনে রয়েছে। তাই নতুন করে এই ইস্যুতে রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই।
সোমবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, যারা সংলাপের কথা বলছে তারা অহেতুক একটা বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করছে। কোন কিছু হলেই তারা শুধু সংলাপের কথা বলে। এই ইস্যুতে কোনো রাজনৈতিক সংলাপের প্রয়োজন নেই। প্রধানমন্ত্রী মানবতার পক্ষে আছেন বলেই আজ বিশ্বের সকল দেশ এবং জাতিসংঘ তাকে সমর্থন করছেন।
সংগঠনের উপদেষ্টা হাসিবুর রহমান মানিকের সভাপতিত্বে সভায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বক্তব্য রাখেন।
Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ