• রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:০২ পূর্বাহ্ন

৩৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উল্লাপাড়ায় ভারপ্রাপ্ত অধ্যক্ষ গ্রেপ্তার

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

সিরাজগঞ্জ প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়া মডেল থানা পুলিশ আজ বুধবার হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুল আলম বাচ্চুকে গ্রেপ্তার করেছে। উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ দেওয়ান কউশিক আহমেদ জানান, হামিদা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ তহবিলের অর্থ আত্মসাতের মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় মাহবুবুল আলম বাচ্চুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠাটির মনোবিজ্ঞান বিভাগের প্রভাষক মাহবুবুল আলম ২০১০ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ থাকাকালীন প্রতিষ্ঠানের ৮৬ লাখ ৯৬ হাজার ২ শত টাকা আত্মসাতের অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। বিগত ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটির পরবর্তী ভারপ্রাপ্ত অধ্যক্ষ সরোয়ারে আলম প্রভাষক বাচ্চুর বিরুদ্ধে উল্লাপাড়া থানায় মামলা দায়ের করেন। জানা গেছে, পরবর্তীতে মামলাটি দুদকে পাঠানো হলে দুদক কয়েক দফা তদন্ত শেষে বাচ্চুর বিরুদ্ধে প্রায় ৩৪ লাখ টাকা আতœসাতের অভিযোগ প্রমানিত হয়। এরপর দুদুক তার বিরুদ্ধে আদালতে চার্জসীট দেয়। আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী হওয়ায় থানা পুলিশ আজ তাকে গ্রেফতার করে সিরাজগঞ্জ আদালতে চালান দিয়েছে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ