• রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৩৩ পূর্বাহ্ন

মেক্সিকোতে ভূমিকম্পে স্কুলধসে নিহত ২১ শিশু

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ২০ সেপ্টেম্বর, ২০১৭

মেক্সিকোতে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্পের আঘাতে দেশটির রাজধানীতে একটি স্কুলধসে ২৫ জন মারা গেছেন, যার মধ্যে ২১ জনই শিশু বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা।

এ ছাড়া ভূমিকম্পে আরও ১৪৯ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

স্থানীয় সময় বেলা সোয়া ১টায় ভূমিকম্পটি আঘাত হানে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্রের তথ্যানুসারে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল রাজধানী মেক্সিকো সিটি থেকে ১২০ কিলোমিটার দূরের পুয়েবলা রাজ্যের আতেনসিঙ্গোতে।

স্থানীয় সংবাদমাধ্যম টেলিভিশিয়া নেটওয়ার্ককে দেশটির শিক্ষা প্রতিমন্ত্রী জাভিয়ের ত্রেভিনো বলেন, আমরা ২৫ জন নিহত হওয়ার খবর পেয়েছি, এর মধ্যে ২১ শিশু, বাকি চারজন প্রাপ্তবয়স্ক।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পের আঘাতে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে।

দেশটির অধিকাংশ রাস্তাঘাট ও স্থাপনা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে। ধ্বংসস্তূপের মধ্য থেকে আহতদের উদ্ধার করার চেষ্টা করে যাচ্ছেন উদ্ধারকর্মীরা।

মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েতো বিপর্যয়ের সময় দেশবাসীকে শান্ত থাকতে অনুরোধ জানিয়েছেন।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ