ফিলিস্তিনের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে মস্কো সফর করছে ইসলামি প্রতিরোধ আন্দোলনের (হামাস) একটি প্রতিনিধি দল।
এই প্রতিনিধি দলে মুসা আবু মারজুক নেতৃত্ব দিচ্ছেন বলে হামাসের এক বিবৃতিতে জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার মুসার নেতৃত্বে হামাস নেতারা মস্কো পৌঁছেছেন।
সফরকালে প্রতিনিধি দলটি রুশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
হামাসের সঙ্গে রাশিয়ার সম্পর্ক আরও জোরদার করার প্রেক্ষাপটকে সামনে রেখে এ সফর অনুষ্ঠিত হচ্ছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
হামাস জানিয়েছে, এ সফরে ফিলিস্তিন ইস্যুর অগ্রগতি, জাতীয় ঐকমত্যের সর্বশেষ অবস্থা এবং ফিলিস্তিন ইস্যুতে রাশিয়ার প্রত্যাশিত ভূমিকা পালনের বিষয়টি আলোচিত হবে।