চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২০ সেপ্টেম্বর ২০১৭ তারিখ আনুমানিক দুপুর ১৩৩০ ঘটিকায় নায়েব সুবেদার মোঃ কবির উদ্দিন এর নেতৃত্বে ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মনাকষা বিওপির একটি টহল দল শিবগঞ্জ উপজেলার উজিরপুর ইউনিয়নের বহুলাবাড়ী ঘাট পদ্মা নদীর চর এলাকায় গমন করলে ফেন্সিডিল চোরাকারবারীরা দূর হতেই টহল দলের উপস্থিতি টের পেয়ে ফেন্সিডিল এর বস্তা ফেলে দ্রুত কাঁশবনের মধ্য দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে টহল দল উক্ত স্থান হতে মোট ৪০৯০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। উদ্ধারকৃত ফেন্সিডিল সমূহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।