জাপানের প্রধানমন্ত্রী ফুমিও খিশিদা সৌদি আরবের সাথে ‘কৌশলগত’ সম্পর্কের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, সৌদি আরবের সাথে তার দেশ সকল ক্ষেত্রে সম্পর্ক জোরদার করতে চায়। তিন দিনের সফরে সৌদি আরব গিয়ে একথা বলেন তিনি।
কিশিদা ‘কৌশলগত’ সম্পর্কের ওপর জোর দিয়ে বলেন, গত কয়েক বছরে তেল ছাড়াও বেশ কয়েকটি ক্ষেত্রে দুই দেশের বন্ধন জোরদার হয়েছে।
জাপানি প্রধানমন্ত্রী আরো বলেন, তাদের অপরিশোধিত তেলের প্রায় ৪০ ভাগ পূরণ করে সৌদি আরব। তাছাড়া আরব ও ইসলামি দুনিয়ায় সৌদি আরবের পথিকৃত ভূমিকার কথাও উল্লেখ করে বলেন, আঞ্চলিক শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় সৌদি আরব অবদান রেখে চলেছে।
তিনি বলেন, সৌদি-জাপানি ভিশন ২০৩০-এর আলোকে জাপান অভিজ্ঞতা ও আধুনিক প্রযুক্তি প্রদান করে যাবে সৌদি আরবকে।
জাপানি প্রধানমন্ত্রী সৌদি আরবের পর সংযুক্ত আরব আমিরা ও কাতার সফর করবেন। এই তিনটি দেশ থেকেই জাপান তার অপরিশোধিত তেলের ৮০ ভাগের বেশি আমদানি করে থাকে।
২০২০ সালের পর জাপানি কোনো প্রধানমন্ত্রী এই প্রথম মধ্যপ্রাচ্য সফর করছেন।