চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি॥
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উন্নয়ন কল্পে, পৌরসভার কাউন্সিলর,জেলাপরিষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তি বর্গের সাথে মতবিনিময় সভা করেছেন, ইউজিপি-৩ প্রকল্প পরিচালকগণ। মতবিনিময় সভায় ইউজিপি-৩ প্রকল্প পরিচালকবৃন্দ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি প্রায় ১৫০ কোটি টাকা ব্যায়ে মহানন্দা ব্রিজ সংযোগ সড়ক উন্নয়ন প্রকল্প ( বীরশেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর সেতু থেকে শেখ হাসিনা সেতু পর্যন্ত), নামোশংকরবাটি বড়িপাড়া,আঙ্গারিয়াপাড়া, ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ঝিলিম রোড,করনেশন রোড, দাউদপুর রোড,সহ বিভিন্ন সড়ক প্রসস্ত করতে সরেজমিন পরিদর্শন করে এর প্রয়োজনীয়তা উপলব্ধি করেন। স্থানীয় কাউন্সিলরগণ প্রক্লপ পরিচালকদের উদ্দেশ্যে বিনয়য়ের সাথে বলেন প্রক্লটি বাস্তবায়ন হলে চাঁপাইনবাবগঞ্জ শহরের যানজট নিরসন সম্ভব হবে এবং চরঞ্চলের ৭ টি ইউনিয়নের চলাচল সহজ লভ্য হবে। ইউনিয়ন পর্যায়ে বাস চলাচল করবে। চরাঞ্চলের মানুষ যাতায়াত এর দুরভোগ থেকে রক্ষা পাবে। স্থানীয় ব্যাক্তিবর্গের দাবীর পেক্ষিতে প্রকল্প পরিচালক গণ বলেন বৃহস্পতিবার সরেজমিন পরিদর্শন করে দেখার নিমিত্তে আপনাদের দাবি যৌক্তিক, যাহা পুরণযোগ্য। এক পর্যায়ে পৌরসভার হোলডিং ট্র্যাক্স, পানির বিলসহ বিভিন্ন ধরনের আয়ের প্রসংশা করে বলেন আপনাদের পৌরসভার রিপোর্ট ভাল, শুধু সরকারে পৃষ্ঠপোষকতা পেলেই মডেল পৌরসভা হিসাবে গড়ে তুলা সম্ভব হবে। মতবিনিময় সভায় প্রক্লপ পরিচালকগণ আশ্বস্থ করে বলেন, আপনাদের এমপির নির্বাচনী এলাকার দাবী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি কখন বৃথা যাবে না। আমরা আপনাদের দাবী বাস্তবায়নে সর্বাত্মক চেষ্টা করবো। শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ পৌসভার আয়োজনে মতবিনিময় সভার সভাপতিত্ব করেন, পৌরসভার মেয়র, মোঃ নজরুল ইসলাম, মতবিনিময় সভায় বক্তব্য দেন, চাঁপাইনবাবগঞ্জ সদর ৩ আসনের সংসদসদস্য, মোঃ আব্দুল ওদুদ বিশ্বাস, , ইউজিপ-৩ প্রকল্পের পরিচালক রেজাউল ইসলাম, পরিকল্পনা কমিশনের ভৌত অবকাঠামো বিভাগের যুগ্ন প্রধান রিয়াজুল ইসলাম ফারুকী, যুগ্ন প্রধান সারোয়ার আলম যুগ্ন প্রধান লিয়াকত আলী, জেলা পরিষদের সদস্য, মোঃ রফিকুল ইসলাম,ট্রাক মালিক গ্রুপের সভাপতি, মোঃ আমিনুল ইসলাম (সেন্টু),পৌরসভার কাউন্সিলর, মোঃ তসিকুল ইসলাম।এ সময় আরও উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ পৌর কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকেশলী সাদেকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য, আব্দুল হাকিম প্রমুখ। মতবিনিময় শেষে এমপি আব্দুল ওদুদ অতিথিদের চাঁপাইনবাবগঞ্জের ঐতিয্য নঁকশি কাঁথা উপহার দেন।