উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আজ শুক্রবার বেলা এগারোটায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে বাঙ্গালা ইউনিয়নের চেংটিয়া নালায় উন্মুক্ত জলাশয়ে বিভিন্ন জাতের প্রায় ২শ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উল্লাপাড়ার জাতীয় সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিথি হয়ে এ পোনা অবমুক্ত করেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার সন্দ্বীপ কুমার সরকার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইফুদ্দিন ইয়াহিয়া, বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা, পৌর কাউন্সিলর এস.এম. আমিরুল ইসলাম আরজু, মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমুখ। এর আগে গতকাল বৃহস্পতিবার সকাল দশটায় সোনতলা উন্মুক্ত জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়।