কালিয়াকৈর প্রতিনিধি॥
সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রতি বছরের ন্যায় এ বছরেও যথাযোগ্য ধর্মীয় ও সামাজিক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শারদীয় দুর্গা পূজা পালন হবে গাজীপুরের কালিযাকৈর উপজেলার ১০৪ টি মন্ডপ। শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে সম্পন্ন করা হচ্ছে প্রতিমা ও মন্ডপ ।
পূজা মন্ডপ ও প্রতিমা তৈরীর কারখানা ঘুরে দেখা গেছে, শারদীয় দুর্গা পূজার প্রতিমা তৈরীতে ব্যস্ত সময় পার করছে প্রতিমা শিল্পীরা। পূজা শুর”র আগেই প্রতিমা তৈরী করে করতে হবে এজন্য শিল্পীরা এখন গভীর রাত পর্যন্ত কাজ করছে। অধিকাংশ প্রতিমা তৈরী হয়ে গেছে এখন শুধু রং তুলির কাজ ও সাজানোর বাকি আছে। এদিকে তৈরী করা হচ্ছে দুর্গা পূজার মন্ডপ প্রতিমা স্থাপন করার জন্য।
চাপাইর শাহা পাড়া প্রতিমা তৈরী কারখার শিল্পী শান্তি গোপাল পাল জানায়, ২৭ বছর ধরে প্রতিমা তৈরী করে আসছি। এবারের শারদীয় দুর্গাৎসবের জন্য এখানে ১৬ টি প্রতিমা তৈরী করা হচ্ছে। প্রতিমা গুলো পূজার আগেই সম্পন্ন করতে হবে এই জন্য গভীর রাত পর্যন্ত কাজ করতে হয়। কয়েকটি প্রতিমা তৈরী হয়ে গেছে এখন রং করা হচ্ছে। আরও কয়েকটি প্রতিমা তৈরী আংশিক রং করা হয়েছে শুধু কাপড় পড়ানো ও সাজানো বাকী আছে। সারা বছর এই কারখানায় প্রতিমা তৈরী করা হয়। তবে দুর্গা পূজার সময় বেশি প্রতিমা তৈরী করতে হয়। এজন্য ৪-৫ জন সহযোগী শিল্পীকে কাজ করাতে হয়।
কালিয়াকৈর উপজেলা শাখার আহবায়ক ও হিন্দু কল্যান ট্রাষ্টের সাধারন সম্পাদক বাবু সাধন রায় জানান, দুর্গা পূজানুষ্ঠান শান্তিপূর্ণ ভাবে যাহাতে অনুষ্ঠিত হয় সেজন্য জেলা ও উপজেলা প্রশাসনের সাথে আলোচনা সভা করা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সাথে আলোচনা করা হয়েছে। তিনি আরও বলেন নিরাপত্তার জন্য আমাদের ১০৪ টি ম-পে নিজস্ব ১০ জন করে বলেন্টিয়ার নিয়োজিত থাকবে। আরও নিরাপত্তার জন্য প্রশাসন ব্যবস্থা গ্রহন করবেন। সরকারী অনুদান হিসেবে প্রতিটি ম-পে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক(এমপি) ৫০০ কেজি চাল, ৭ টি কাপড় ও ৪ টি লুঙ্গী দিয়েছেন।
কালিয়াকৈর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোঃ রফিকুল ইসলাম বলেন, শারদীয় দুর্গা পূজা যেন শান্তিপূর্ণ ভাবে পালন করতে পারে সেজন্য প্রয়োজনীয় সকল ব্যবস্থা নেয়া হয়েছে। দুর্গা পূজানুষ্ঠানে প্রতিটি ম-পে সার্বক্ষনিক নিরাপত্তার জন্য ১ জন পুলিশ কনস্টেবল, ১০ জন আনসার সদস্য ও প্রতি ৩ টি মন্ডপ এর জন্য ১ জন করে পুলিশ অফিসার নিয়োজিত থাকবেন।