ফরিদপুর প্রতিনিধি॥
ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার চর ঝাউকান্দা ইউনিয়নের দুই শতাদিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ভাঙ্গা উপজেলা বিএনপি’র সভাপতি খন্দকার ইকবাল হোসেন সেলিম।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সভাপতি মো. মোতাজ্জেল হোসেন মৃধা, ভাঙ্গা উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো. আইয়ুব মোল্যা, চরভদ্রাসন উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি মোহাম্মদ মোল্যা, সাধারন সম্পাদক মো. কুদ্দুস আলী, যুগ্ম সাধারন সম্পাদক মো. সরোয়ার হোসেন ও উপজেলা বিএনপি’র মৎসজীবি বিষয়ক সম্পাদক মো. বাশার আহম্মেদ।
খন্দকার সেলিম সম্প্রতি বন্যায় ক্ষতিগ্রস্থ দুইশত পরিবারের মাঝে শাড়ী ও প্রত্যেক পরিবারকে ১০ কেজি করে চাল বিতরণ করেন। ত্রান বিতরণ শেষে খন্দকার সেলিম নেতা-কর্মীদের সাথে নিয়ে উপজিলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।