• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

ভারতের বিরোধী দলগুলোর বৈঠক ফলপ্রসূ হয়েছে: কংগ্রেস

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায়, সনিয়া গান্ধী, মল্লিকার্জুন খড়্গে (বাঁ দিক থেকে)

ভারতের বিরোধী দলগুলোর বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে দাবি করেছে কংগ্রেস। এ বিষয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন, চমৎকার ও ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। অখিলেশ যাদবকে পাশে নিয়ে তিনি এ দাবি করেন।

বেঙ্গালুরুতে দু’দিন ব্যাপী বিরোধী মহাজোটের বৈঠকের শেষে উঠে এলো এমন একটি ইতিবাচক চিত্র। বৈঠক শেষে মোদি সরকারের দিকে তীব্র আক্রমণ শানান আপের রাষ্ট্রীয় আহ্বায়ক অরবিন্দ কেজরিওয়াল।

এবার বিভেদ ভুলে একমঞ্চে এসেছেন ২৬টি বিজেপিবিরোধী দলের নেতা-নেত্রীরা। তাদের সকলেরই লক্ষ্য হচ্ছে বিজেপিকে হারানো। দু’দিনের বৈঠক শেষে সেই ঐক্যের ছবি ফুটে উঠল সমাজমাধ্যমে। কংগ্রেসের নিজস্ব টুইটার হ্যান্ডল থেকে একের পর এক টুইট হতে লাগল সমমনস্ক দলের নেতা-নেত্রীদের বক্তব্য। তাৎপর্যপূর্ণ ব্যাপার হলো, সেই টুইটার ফিডে জ্বলজ্বল করছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রীর নাতিদীর্ঘ বক্তব্যও। যেখানে তিনি বললেন, ‘চমৎকার ও ‘ফলপ্রসূ’ বৈঠক হয়েছে। এর ফলাফল দেশের জন্য মঙ্গলদায়ক হবে।’’

কংগ্রেসের টুইটার হ্যান্ডলে স্থান পেয়েছেন সদ্য অধ্যাদেশ নিয়ে কংগ্রেসের সবুজ সঙ্কেত পাওয়া আপের প্রধান কেজরিওয়ালও। যেখানে কেজরিওয়াল তীব্র আক্রমণ শানিয়েছেন কেন্দ্রের মোদি সরকারের দিকে। কটাক্ষের সুরে কেজরিওয়াল বলেন, ‘‘প্রধানমন্ত্রী মোদি ১০ বছরের জন্য দেশ শাসনের ভার পেয়ে প্রত্যেকটি ক্ষেত্রের সর্বনাশ করে ছেড়েছেন।’’

তারপরেই কেজরিওয়াল জানান, ‘‘তিনি (নরেন্দ্র মোদি) দেশের মানুষের মধ্যে ঘৃণার বাতাবরণ তৈরি করেছেন। অর্থনীতি গোল্লায় গেছে, মুদ্রাস্ফীতি চরম সীমায়, প্রতিটি ক্ষেত্র কর্মসংস্থানের অভাবে ধুঁকছে। এবার ভারতের জনগণের কাছে সময় এসেছে প্রতিরোধের। এ জন্যই সমমনস্ক দলগুলো একসঙ্গে এসেছে।’’

বেঙ্গালুরুর দু’দিনের বৈঠকের শুরুতে যে ঐক্যবদ্ধ জোটের ছবি ফুটে উঠেছিল, বৈঠক শেষেও তারই প্রতিধ্বনি। এ দিনের বৈঠকে সনিয়া এবং রাহুলের মাঝে বসেছিলেন মমতা। কংগ্রেস বৈঠকের যে ছবি টুইট করেছে তাতে দেখা যাচ্ছে, বৈঠকের মধ্যেই একে অপরের সঙ্গে কথা বলছেন সনিয়া এবং মমতা। শরদ পওয়ারের সঙ্গেও দেখা হয় তৃণমূল নেত্রীর। দু’জনকে সৌহাদ্যপূর্ণ পরিবেশে কথা বলতে দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ