• রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:১৮ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় জমে উঠেছে ফলদ বৃক্ষমেলা

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় উপজেলা পরিষদ চত্ত্বরে ফলদ বৃক্ষমেলা জমে উঠেছে। উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে আজ শনিবার মেলার তৃতীয় দিনে স্টল মালিকেরা বেশ ভাল বেচা কেনা করেছেন বলে জানানো হয়। এর মধ্যে ফলদ গাছের চাহিদাই বেশি এবং ক্রেতাদের বেশি জনই স্কুল কলেজের শিক্ষার্থী বলে জানা যায়। এর মেলায় মোট ৩৩টি স্টল রয়েছে। আগামীকাল রোববার মেলার শেষ দিন। একাধিক স্টল মালিকের সাথে কথা বলে জানা যায়, উন্নতজাতের ফলদ গাছের চারা তারা নিজেরা তৈরি সহ বিভিন্ন এলাকার বড় বড় নার্সারী থেকে সংগ্রহ করে এনেছেন। স্থানীয় ক্রেতাদের মধ্যে গ্রাম এলাকার লোকজন বেশি দাম হলেও বিভিন্ন ফলদ গাছের চারা কিনে নিয়ে যাচ্ছে। এছাড়া সস্কুল কলেজের শিক্ষার্থীরাও বিভিন্ন ফলের চারা এক দুটি করে কিনে নিচ্ছে। নার্সারী মালিক মুন্না জানান, প্রতিদিন সকাল ১০ টা থেকে সন্ধ্যা অবধি ক্রেতার ভীড় জমে থাকছে। সোহেল নার্সারীর মালিক সোহেল রানা জানান, তিনি উন্নতজাতের আমের চারা বিভিন্ন এলাকা থেকে সংগ্রহ এবং নিজের নার্সারী থেকেও এনে বিক্রি করছেন। উল্লাপাড়া উপজেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উদ্ভিদ বিষয়ক কর্মকর্তা মোঃ আজমল হক বলেন, এখন বিভিন্ন উন্নতজাতের ফলের চারার প্রতি মানুষের সবচেয়ে বেশি আগ্রহ। এরা যে দামেই হোক না কেন, জাত উন্নত হলেই কিনে নিয়ে যাচ্ছে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ