• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:২৫ পূর্বাহ্ন

দাওয়াতে যাওয়া হলো না আসমা বেগমের

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

মেয়েকে নিয়ে বান্ধবীর বাসায় দাওয়াতে বের হয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি প্রাইভেটকারের ধাক্কায় আসমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ প্রাণ হারিয়েছেন।

শনিবার বেলা ১১টার দিকে যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের পাশে ওই গৃহবধূ রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। এতে মেয়েটি প্রাণে বেঁচে গেলেও নিহত হন তিনি।

জানা গেছে, রাজধানীর ধোলাইপাড়ের বাসা থেকে শনিবার সকালে গৃহবধূ তার তিন বছরের মেয়ে নূর নাহারকে সঙ্গে নিয়ে বান্ধবীর বাসায় দাওয়াতে বের হয়েছিলেন।

তারা যাত্রাবাড়ীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি প্রাইভেটকার তাদের ধাক্কা দেয়।

দুপুর ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা আসমাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে মর্গে গিয়ে গৃহবধূর লাশ শনাক্ত করেন স্বামী আবুল কাশেম।

আবুল কাশেম বলেন, ধোলাইড়পাড়ের এক নম্বর গলিতে তারা বসবাস করেন। তাদের সংসারে দুই ছেলে ও এক মেয়ে রয়েছে।

ঘটনার সত্যতা যুগান্তরকে নিশ্চিত করেছেন যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান।

তিনি জানান, নিহতের ভাইয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গৃহবধূর লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ