ইরাকের রাজধানী বাগদাদে সুইডেনের দূতাবাসে হামলার ঘটেছে। সুইডেনে কোরান পোড়ানোর প্রতিবাদে বৃহস্পতিবার ভোরে শত শত বিক্ষোভকারী এই হামলা চালিয়েছে। বিক্ষোভকারীরা দূতাবাসের নিরাপত্তা দেয়ালের ওপরে উঠেছে এবং ভেতরে অগ্নিসংযোগ করেছে।
সুইডিশ পররাষ্ট্রমন্ত্রী টোবিয়াস বিলস্ট্রোম বলেছেন, দূতাবাসের কর্মীরা নিরাপদে রয়েছে। তবে ইরাকি কর্তৃপক্ষ ভিয়েনা কনভেনশন অনুযায়ী দূতাবাস রক্ষার দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে।
এক বিবৃতিতে তিনি বলেছেন, ‘যা হয়েছে তা সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য এবং সরকার এই হামলার তীব্র নিন্দা জানায়। আমাদের অসন্তোষ প্রকাশ করতে সরকার উচ্চ পর্যায়ের ইরাকি প্রতিনিধিদের সাথে যোগাযোগ করছে।’
শিয়া ধর্মগুরু মুকতাদা সদরের সমর্থকরা বৃহস্পতিবারের বিক্ষোভের ডাক দিয়েছিল। কয়েক সপ্তাহের মধ্যে সুইডেনে দ্বিতীয় দফায় কোরান পোড়ানোর প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দেওয়া হয়েছিল। মুকতাদা আল সদর ইরাকের সবচেয়ে শক্তিশালী ব্যক্তিত্বদের একজন। গত বছর তার ডাকে হাজার হাজার সমর্থক বাগদাদের অতি সুরক্ষিত গ্রিন জোন দখল করেছিল এবং মারাত্মক সংঘর্ষে লিপ্ত হয়েছিল।