• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৬:১৭ পূর্বাহ্ন

নওয়াজকে দলের প্রধান করতে ১ ভোটে বিল পাস

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

পানামা পেপারস মামলায় পাকিস্তানের পদচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে ক্ষমতাসীন মুসলিম লীগ (এন) প্রধান হিসেবে ফের দায়িত্ব দেয়ার জন্য মাত্র এক ভোটের ব্যবধানে একটি বিল পাস হয়েছে।

শুক্রবার পাকিস্তান সংবিধানের ২০৩ নম্বর অনুচ্ছেদ সংশোধন করে ‘নির্বাচনী সংস্কার বিল ২০১৭’ পাস হয়।

পাকিস্তানের বিরোধী দল পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সিনেটর আইতাজ আহসান উত্থাপিত বিলের পক্ষে ভোট দেন ৩৮ সিনেটর আর বিপক্ষে পড়ে  ৩৭ ভোট।

সংশোধনের আগে ২০৩ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছিল- জাতীয় পরিষদের সদস্য ছাড়া কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রধান হতে পারবেন না।

নতুন বিল অনুযায়ী, শুধু সরকারি কর্মকর্তা-কর্মচারী বাদে দেশের যে কোনো নাগরিকেরই রাজনৈতিক দলের সদস্য হওয়ার অধিকার রয়েছে।

গত আগস্ট মাসে পাকিস্তান সংসদের নিম্নকক্ষ আইতাজ আহসাসের বিলটি অনুমোদন দেয়। এরপর শুক্রবার বিলটি সিনেটেও পাস হয়।

উল্লেখ্য, গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিমকোর্ট পানামা পেপারস মামলায় নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী ও জাতীয় পরিষদের সদস্য পদের জন্য অযোগ্য ঘোষণা করে।

এ রায়ের মাধ্যমে নওয়াজ প্রধানমন্ত্রিত্ব হারানোর পাশাপাশি দলের প্রধান পদও খুইয়েছিলেন।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ