• রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ন

রোহিঙ্গা সংকট:নিরাপত্তা পরিষদে আলোচনার আহ্বান

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারের রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের নিপীড়নের বিষয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের আগামী সপ্তাহের বৈঠকে আলোচনার আহ্বান জানিয়েছে সাত সদস্য রাষ্ট্র।

এসব রাষ্ট্রের মধ্যে পরিষদের স্থায়ী সদস্য- ফ্রান্স, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র এবং অস্থায়ী সদস্য মিসর, কাজাখস্তান, সেনেগাল ও সুইডেন রয়েছে।

আলোচনার জন্য জাতিসংঘ মহাসচিব বরাবর লেখা একটি অনুরোধপত্র শুক্রবার দেখেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

সাত দেশ রোহিঙ্গা মুসলমানদের ওপর মিয়ানমারের সেনাবাহিনীর অভিযান নিয়ে নিরাপত্তা পরিষদকে ব্রিফ করতে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসকে অনুরোধ করেছে।

পরিষদের আগামী বৈঠকে সভাপতিত্ব করবে ইথিওপিয়া। দেশটির কূটনীতিকদের বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, রোহিঙ্গাদের নিয়ে আলোচনার দিনক্ষণ ঠিক করতে শলাপরামর্শ চলছে।

নিরাপত্তা পরিষদের সভাপতি ইথিওপিয়া বলেছে, বৈঠকের জন্য দিনক্ষণ ঠিক করতে আলোচনা চলছে।

জাতিসংঘ জানিয়েছে, রাখাইনে সেনা অভিযানকালে ধর্ষণ এবং গ্রামে গ্রামে অগ্নিসংযোগের ঘটনায় চার লাখ ২০ হাজারেরও বেশি রোহিঙ্গা পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।

গত ২৫ আগস্ট মিয়ানমারের পুলিশের সঙ্গে রোহিঙ্গা বিদ্রোহীদের সংঘর্ষ শুরুর পর থেকে রাখাইনে অভিযান চালাচ্ছে সেনাবাহিনী।

এর আগে নিরাপত্তা পরিষদ মিয়ানমারকে সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছিল। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, রোহিঙ্গাদের বাস্তুচ্যুত করে দেশছাড়া করার ঘটনা অব্যাহত রয়েছে। ফলে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে ক্ষোভ বাড়ছে।

জাতিসংঘ মিয়ানমার সেনাদের অভিযানকে ‘জাতিগত নিধন’ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ একে ‘গণহত্যা’ বলেছেন।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ