• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:১২ পূর্বাহ্ন

সেলফি তোলার সময় রাষ্ট্রদূতের ফোন চুরি

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

দিল্লির লাল কেল্লার হনুমান মন্দিরের সামনে সেলফি তুলছিলেন ইউক্রেনের রাষ্ট্রদূত ইগর পোলিখা। এ সময় মোটরসাইকেলে করে আসা দুজন ব্যক্তি ছোঁ মেরে তার মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে চম্পট দেয়।

গত বুধবার সকাল সোয়া ৯টার এ ঘটনায় হতভম্ব হয়ে পড়েন রাষ্ট্রদূত। তার গাড়ি বেশ কিছুটা দূরে পার্ক করায় চালককে সঙ্গে সঙ্গে ফোন ছিনতাই হওয়ার খবরও বলতে পারেননি।

তবে পরে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং এবং দিল্লি পুলিশের কমিশনারকে ঘটনাটি জানিয়ে চিঠি লেখেন রাষ্ট্রদূত।এরপরই তোলপাড় শুরু হয়।

দিল্লি পুলিশের উত্তর শাখার ডিসি যতিন নারোয়াল বলেন, অপরাধ দমন শাখাসহ দিল্লি পুলিশের মোট ১২টি দল অনুসন্ধান চালায়। ২৫০ জনকে জেরা করা হয়।

এরপর সিসিটিভির ফুটেজ থেকে একজনকে শনাক্ত করে পুলিশ। অবশেষে তার কাছ থেকে ছিনতাই হওয়ার মোবাইল ফোনটি উদ্ধার করে রাষ্ট্রদূত ইগরকে বুঝিয়ে দেয় পুলিশ।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ