• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৬:৪২ অপরাহ্ন

সৌদিতে ধরপাকড় চলছেই, আরও ১৩৯৩১ অভিবাসী গ্রেপ্তার

নিউজ ডেস্ক
আপডেটঃ : রবিবার, ২৩ জুলাই, ২০২৩

সৌদি আরবে বাসস্থান, শ্রম ও নিরাপত্তা আইন লঙ্ঘন করায় গত এক সপ্তাহে ১৩ হাজার ৯৩১ অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা কোন দেশের নাগরিক তা জানা যায়নি।

আজ রবিবার (২৩ জুলাই) সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোশ্যাল মিডিয়া পোস্টের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে অ্যারাবিয়ান বিজনেস।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, একাধিক সৌদি নিরাপত্তা সংস্থা গত ১৩ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে ১৩ হাজার ৯৩১ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে দেশটির বাসস্থান আইন লঙ্ঘন করেছে সাত হাজার ৬৬৭ জন। সীমান্ত নিরাপত্তা ও শ্রম বিধি লঙ্ঘন করেছে যথাক্রমে চার হাজার ১০৮ ও দুই হাজার ১৫৬ জন।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, গ্রেপ্তারদের মধ্যে ৮৭৪ জন সীমান্ত অতিক্রম করে সৌদিতে প্রবেশের চেষ্টাকালে ধরা পড়েন। এছাড়া দেশ ছাড়ার চেষ্টাকালেও কয়েকজন ধরা পড়েছে।

সৌদি আইনে অবৈধ প্রবেশে সাহায্যের চেষ্টা করলে ১৫ বছরের জেল ও ১০ লাখ রিয়াল পর্যন্ত জরিমানা গুণতে হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ