• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৭:৩২ অপরাহ্ন

আইনজীবী হত্যা মামলা থেকে স্বস্তি পেলেন ইমরান খান

নিউজ ডেস্ক
আপডেটঃ : সোমবার, ২৪ জুলাই, ২০২৩

কোয়েটার সিনিয়র আইনজীবী আবদুল রাজ্জাক শার হত্যা মামলায় কিছুটা স্বস্তি পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। আগামী ৯ই আগস্ট পর্যন্ত তাকে গ্রেপ্তারে পুলিশকে বিধিনিষেধ দিয়েছে সুপ্রিম কোর্ট। জুনে কোয়েটায় ওই আইনজীবীকে হত্যা করা হয়। এতে আসামীর তালিকায় যুক্ত করা হয় ইমরান খানকে। কিন্তু চার্জশিট থেকে তার নাম বাদ দিতে সুপ্রিম কোর্টে আবেদন করেন ইমরান খান। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ।

বেলুচিস্তান হাই কোর্টে নিজের বাসভবনে ফেরার পথে গত ৬ই জুন ওই আইনজীবীকে তিনটি মটরসাইকেলে করে দুর্বৃত্তরা ঘিরে ফেলে। গুলি করে পালিয়ে যায়। এতে মারা যান আইনজীবী রাজ্জাক। এ ঘটনায় এফআইআরে নাম নিবন্ধিত হয়েছে ইমরান খান ও অন্যদের। আইনজীবী রাজ্জাকের ছেলে সিরাজ আহমেদ এই মামলা করেন সন্ত্রাস বিরোধী আইন ও অন্যান্য ধারার অধীনে।

ওদিকে বর্তমান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আতাউল্লাহ তারার এ ঘটনায় সরাসরি দায়ী করেন ইমরান খানকে। বলেন, ইমরান খানের বিরুদ্ধে মামলার কায়ক্রম পরিচালনা করছিলেন আইনজীবী রাজ্জাক। এ জন্য টার্গেট করে তাকে হত্যা করা হয়েছে। সংবিধানের ৬ অনুচ্ছেদের অধীনে এটা রাষ্ট্রদ্রোহিতার পর্যায়ে পড়ে। ৯ই আগস্টের মধ্যে ইমরানকে আদালতে উপস্থিত হতে নির্দেশ দেন তিন বিচারকের সমন্বয়ে গঠিত বেঞ্চ। এর মধ্যে আছেন বিচারপতি ইয়াহিয়া আফ্রিদি, মাজহার আলি আকবর নাকভি ও মুসাররাত হিলালি।
আগের শুনানির নির্দেশনা অনুযায়ী সময় শেষ হয়ে যাওয়ার আগেই পাকিস্তান তেহরিকে ইনসাফ প্রধান ইমরান খান আদালতে উপস্থিত হন। ওদিকে তদন্তের স্বার্থে ইমরান খানকে তদন্তকারীর সামনে উপস্থিত হতে আদালতকে নির্দেশ দেয়ার অনুরোধ করেন বেলুচিস্তানের এডভোকেট জেনারেল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ