ভারতের উত্তর-পূর্ব অঞ্চলের রাজ্যগুলিতে যে অশান্তির দামামা বেজে উঠছে- এ কি কোনো আন্তর্জাতিক চক্রান্তের ফল? মণিপুর ৮২ দিন ধরে অগ্নিগর্ভ। ভয়ঙ্কর জাতি দাঙ্গায় বিদীর্ণ মণিপুরে হত দেড়শ’রও বেশি। বাস্তুচ্যুত প্রায় ৪০ হাজার। এর মাঝেই অশান্তির আগুন জ্বলে উঠলো পাশের রাজ্য মেঘালয়ে। তুরা কে শীতকালীন রাজধানী করার দাবিতে আন্দোলন শুরু হলো। আন্দোলনকে নির্বিষ ভাবার কোনো কারণ নেই। স্বয়ং মুখ্যমন্ত্রী কনরাড সংমার গাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখিয়েছে আন্দোলনকারীরা। এই আন্দোলনের জেরে পাঁচজন গুরুতর জখম হয়েছেন। তুরায় অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। শিলং থেকে রাজধানী তুরায় সরিয়ে আনার জন্য আন্দোলন।
আপাতদৃষ্টিতে নির্বিষ মনে হলেও এর মধ্যে উপজাতীয় সংঘর্ষের বীজ আছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কনরাড সংমা নিজে বলেছেন, বিষয়টির রাতারাতি সমাধান হতে পারে না। ইতিমধ্যে মণিপুর আন্দোলনের ছায়া পড়েছে মেঘালয়েও। বেশ কিছু মেইতেই পরিবারের বিরুদ্ধে অনুশাসন জারি হওয়ার পর তারা পাশের রাজ্য আসামে আশ্রয় নিতে বাধ্য হয়েছে।