ইউক্রেনের সমুদ্রভিত্তিক ড্রোন হামলা প্রতিরোধের দাবি করেছে রাশিয়া। মঙ্গলবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের ব্ল্যাক সি ফ্লিটের যুদ্ধজাহাজগুলো দু’টি মনুষ্যবিহীন ইউক্রেনীয় নৌ ড্রোন ধ্বংস করেছে। কৃষ্ণ সাগরে এ ড্রোনগুলো রুশ অবস্থানে হামলার চেষ্টা করছিল।
রাশিয়ান কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, রুশ টহল জাহাজ সের্গেই কোটভ সেই সময় কৃষ্ণ সাগরের দক্ষিণ-পশ্চিমে নিয়োজিত ছিল। সেটি ওই সাগরের বিভিন্ন নৌযানের গতিবিধি লক্ষ্য করছিল।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, রাশিয়ার ব্ল্যাক সি ফ্লিটের যুদ্ধজাহাজগুলো ইউক্রেনের ওই সমুদ্রভিত্তিক ড্রোনগুলোর দিকে গুলিবর্ষণ করেছিল এবং তাদের ধ্বংস করেছিল। এ সময় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
তারা জানিয়েছে, আক্রমণ প্রতিহত করার সময় ইউক্রেনের দু’টি দূর-নিয়ন্ত্রিত ড্রোনকে ১০০০ ও ৮০০ মিটার দূরত্বে ধ্বংস করা হয়েছিল। এক্ষেত্রে রুশ যুদ্ধজাহাজগুলো আধুনিক অস্ত্র ব্যবহার করেছে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, রাশিয়ান জাহাজ সের্গেই কোটভ ক্রিমিয়ার সেভাস্তোপল শহর থেকে মাত্র ৩৭০ কিলোমিটার (২৩০ মাইল) দূরে কৃষ্ণ সাগরের দক্ষিণ-পশ্চিম অংশে বিভিন্ন নৌযানের গতিবিধি নিয়ন্ত্রণ করছিল। ওই সময় ইউক্রেনের সমুদ্রভিত্তিক ড্রোনগুলো হামলা চালায়।
রাশিয়ান কর্তৃপক্ষ আরও বলেছে, ব্ল্যাক সি ফ্লিটের যুদ্ধজাহাজগুলো তাদের শত্রু নৌযান প্রতিরোধের কাজ সঠিকভাবেই সম্পন্ন করেছে।
তবে এ বিষয়ে ইউক্রেনের কর্মকর্তারা এখনও কোনো মন্তব্য করেননি। অব্যাহত যুদ্ধের কারণে রাশিয়ার দাবিও স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সূত্র : আল-জাজিরা, আনাদোলু এজেন্সি