• শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ০৯:৪১ অপরাহ্ন

রাশিয়ার নতুন আক্রমণ নস্যাৎ, ৩৬টি ক্রুজ মিসাইল ভূপাতিতের দাবি ইউক্রেনের

নিউজ ডেস্ক
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩

রাশিয়ার নতুন আক্রমণ নস্যাৎ করে দেওয়ার দাবি করেছে ইউক্রেন। এ সময় রুশ বাহিনীর ছোঁড়া ৩৬টি ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী।

দেশটির বিমান বাহিনীর অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে লেফটেন্যান্ট জেনারেল মাইকোলা ওলেশচুক বলেন, ২৬ জুলাই শত্রুপক্ষের ৩৬টি ক্রুজ মিসাইল ধ্বংস করা হয়েছে।

তবে হামলার সময় রাশিয়ান ক্ষেপণাস্ত্র তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছিল কি না তা স্পষ্ট করেননি ওই ইউক্রেনীয় কর্মকর্তা।
বিমান বাহিনীর মতে, হামলার প্রথম দিকে ইউক্রেনীয় বাহিনী তিনটি কালিব্র ক্ষেপণাস্ত্র এবং সন্ধ্যায় ৩৩টি এক্স-১০১ ও এক্স-৫৫৫ ক্ষেপণাস্ত্র ধ্বংস করে।

বাহিনীটি বলছে, দক্ষিণ-পূর্ব দিক থেকে পশ্চিম ইউক্রেনের দিকে আসা আটটি টিউ-৯৫ বোমারু বিমান ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে।

বুধবার সন্ধ্যায় পশ্চিম ইউক্রেনের খমেলনিৎস্কি অঞ্চলকে লক্ষ্য করে আরেকটি রাশিয়ান হামলার কথা উল্লেখ করে বিমান বাহিনী। অঞ্চলটি ইতোমধ্যে বেশ কয়েকবার মস্কোর লক্ষ্যবস্তু হয়েছে।

বিমান বাহিনী বলেছে, হামলায় মিগ-৩১ দিয়ে চারটি হাইপারসনিক কিঞ্জল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। কিন্তু সেগুলো আটকানো বিশেষভাবে কঠিন ছিল।

ইউক্রেনের ডিনিপ্রো সেন্ট্রাল অঞ্চলের গভর্নর টেলিগ্রামে বলেছেন, রাশিয়ান ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের কারণে আগুন লেগেছিল। তবে কোনও হতাহতের ঘটনা ছাড়াই এটি নিয়ন্ত্রণে আনা হয়েছিল।

এদিকে রাশিয়ার ছোঁড়া ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করায় বিমান বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি। সূত্র: ইউক্রেনস্কা প্রাবদা, ইউক্রেনফর্ম, কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ