• সোমবার, ০৪ ডিসেম্বর ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ন

সাকিবকেই এগিয়ে রাখছেন নাসের

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৭

বিশ্ব ক্রিকেটে বেশ কয়েক বছর ধরে বিশ্বসেরা অলরাউন্ডারের আসন ধরে রেখেছেন সাকিব আল হাসান। এই সময়ে অনেক অলরাউন্ডার সাকিবকে চ্যালেঞ্জ জানিয়েছেন, বারকয়েক টপকেও গেছেন টাইগার তারকাকে। কিন্তু ধরে রাখতে পারেননি অবস্থান।

সাম্প্রতিক সময়ে বিশ্বসেরা অলরাউন্ডারের খুব কাছে চলে এসেছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

ব্যাটে-বলে সমান কার্যকর স্টোকস আইসিসির পয়েন্ট টেবিলে দ্রুত ছাড়িয়ে যেতে পারেন সাকিবকে।

ইংলিশ অলরাউন্ডার যদি সেটি পারেনও তাতেও স্টোকসকে সেরা মানছেন না তার স্বদেশি নাসের হুসেইন। সাবেকদের কাতারে যাওয়া ইংলিশ গ্রেটের চোখে সাকিবই এগিয়ে, একজন পরিপূর্ণ অলরাউন্ডার হিসেবে।

এ মুহূর্তে বিশ্বসেরা অলরাউন্ডার কে? তুলনা টানতে স্কাই স্পোর্টসের এক কলামে সাবেক অধিনায়ক নাসের লিখেছেন, ‘আমার ভোটটা সাকিবকেই দিচ্ছি। স্টোকসের কার্যকারিতা মূলত সাদা বলে। আগামী বছরগুলোতে সে চ্যালেঞ্জিং একজন ক্রিকেটার হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই।’

র‌্যাংকিংয়েই প্রতিফলিত হচ্ছে নাসেরের বক্তব্যের সত্যতা। শুধু ওয়ানডে ক্রিকেটেই সেরা পাঁচ অলরাউন্ডারের চারে উঠে এসেছেন বেন স্টোকস। টি ২০-র সেরা দশে নিজেকে তুলে নিতে পারেননি এখনও। আর ক্রিকেটের তিন ফরম্যাটেই অবিসংবাদিতভাবে সেরা অলরাউন্ডারের আসন ধরে রেখেছেন সাকিব।

বিশ্রাম চান বলে আপাতত ছয় মাস টেস্ট ক্রিকেট না খেলার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশি অলরাউন্ডার।

তাতে সাকিবের ক্রিকেটীয় দক্ষতায় খুব একটা মরচে পড়বে না বলে মনে করছেন নাসের, ‘আমি জানি যে সাকিব ছয় মাস টেস্ট খেলবে না। কিন্তু উপমহাদেশে, বিশেষ করে বাংলাদেশে তার যে অভিজ্ঞতা তাতে আরও লম্বা একটা সময় ধরে সে পরিপূর্ণ অলরাউন্ডারই থাকবে।’ ওয়েবসাইট।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ