রংপুর প্রতিনিধি॥
‘মহান শিক্ষা দিবস’ উপলক্ষে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার উদ্যোগে গতকাল শনিবার সকাল ১১ টায় মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সংগঠনের টেন্ট থেকে মিছিল শুরু করে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে ভাস্কর্য চত্বরে সমাবেশে মিলিত হয় নেতা-কর্মীরা। সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট কারমাইকেল কলেজ শাখার সভাপতি জনক রায়ের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ছাত্র ফ্রন্টের রংপুর জেলা কাউন্সিল প্রস্তুতি কমিটির আহ্বায়ক আশিকুল ইসলাম তুহিন, কলেজ শাখার দপ্তর সম্পাদক আরেফিন নাহার অংকন, সংগঠক সম্পদ রায় প্রমুখ।