সিরাজগঞ্জ প্রতিনিধি॥
সিরাজগঞ্জ পৌর এলাকার নয়ন মোড়ে মারুফা (২৭) নামে এক স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী। এঘটনায় নিহত গৃহবধুর স্বামী মোনারুল ইসলামকে জিজ্ঞাসাবাদের আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ পৌর এলাকার নয়ন মোড়ে শহিদুল হকের বাড়ি (ভাড়াবাড়ি) থেকে তার মৃতদেহ উদ্ধার করে। নিহত মারুফা খাতুন জেলার রায়গঞ্জ উপজেলার ব্রক্ষগাছা ইউনিয়নের কালিয়া গ্রামের আব্দুল মান্নান শেখের মেয়ে ও সিরাজগঞ্জ পৌর এলাকার নয়ন মোড়ের মোনারুল ইসলামের স্ত্রী। সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আবু জাফর জানান, মনোয়ারুল ইসলাম তার বোন জামাই শহিদুল হকের বাড়িতে স্ত্রী মারুফাকে নিয়ে ভাড়া থাকতেন। পারিবারিক কলোহের জের ধরে এই হত্যা কান্ডের ঘটনা ঘটেছে। সোমবার রাতের কোন এক সময় মারুফাকে হত্যা করে গলাই কাপড় পেচিয়ে মৃতদেহটি ঘরের ছাদে ফেলে রেখে শ্বশুরবাড়ির লোকজন আতœহত্যার প্রচার চালায়। স্থানীয় এলাকাবাসী ঘটনাটি পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থলে পৌছে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করে। সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, পারিবারিক কলোহের জের ধরে হত্যাকান্ডটি ঘটেছে। নিহতের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ রয়েছে। হত্যাকান্ডের প্রকৃত তথ্য জানতে নিহতের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।