• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১২:৩১ পূর্বাহ্ন

রাশিয়ার ছোড়া ১০টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি ইউক্রেনের

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ২ আগস্ট, ২০২৩

রাশিয়ার ১০টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। এসব ড্রোন দিয়ে রাজধানী কিয়েভে মঙ্গলবার দিবাগত রাতে হামলা চালানো হয়। হামলায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে ইউক্রেনের কর্মকর্তারা। খবর এএফপির

কিয়েভের সামরিক প্রধান সের্হেই পোপকো বলেন, একযোগে ড্রোনগুলো বিভিন্ন দিক থেকে কিয়েভে প্রবেশ করে। তবে বিমান প্রতিরক্ষা বাহিনীর মাধ্যমে সবগুলো ড্রোন সময়মতো ধ্বংস করা হয়েছে।

তিনি দাবি করেন, রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোনের একটি ব্যারেজ নিক্ষেপ করে। তবে এসব ড্রোনের ধ্বংসাবশেষ বিভিন্ন স্থানে আঘাত করে।

কিয়েভের সামরিক প্রশাসন বলছে, ড্রোনের ধ্বংসাবশেষ একটি খেলার মাঠে পড়েছিল এবং একটি আবাসিক ভবনে আগুন লেগেছিল। তবে এখন ঘটনাস্থলে জরুরি পরিষেবা চালু রয়েছে।

তবে এই ঘটনার আগে কিয়েভে ড্রোন সতর্কতা জারি করা হয়েছিল এবং বাসিন্দাদের আশ্রয়কেন্দ্রে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ