মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের কোনো জাহাজ আটক করলে পাল্টা পদক্ষেপ নেওয়া হবে বলে ঘোষণা দিয়েছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রামাজান শরিফ সোমবার এক অনুষ্ঠানে বলেছেন, আমাদের জাহাজ আটক করা হলে আমেরিকার জাহাজও আটক করা হবে।
রামাজান শরিফ আরও বলেন, ইরান যে গোটা অঞ্চলে এক বড় শক্তি হতে যাচ্ছে তা সব দেশই বুঝতে পেরেছে। তারা আমেরিকার অক্ষমতাও ধরতে পেরেছে। এখন এই অঞ্চলের দেশগুলো মনে করে পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বাইরের শক্তির দরকার নেই। পারস্য উপসাগরীয় দেশগুলোই এই নিরাপত্তা নিশ্চিত করবে।
তিনি বলেন, ইউরোপের দেশগুলোতে কেন কুরআন অবমান করা হচ্ছে। এর কারণ হলো তারা ইসলাম ধর্মকে উগ্র ও অমানবিক হিসেবে তুলে ধরতে চায়। জঙ্গি গোষ্ঠী দায়েশ বা আইএস সৃষ্টির পেছনেও তাদের একই উদ্দেশ্য কাজ করেছে। আইএস প্রতিষ্ঠার আগে পাশ্চাত্যে ইসলাম ধর্মের প্রতি মানুষের আকর্ষণ ও আগ্রহ দেখে পাশ্চাত্যের স্বার্থবাদী নেতারা ভীত-সন্ত্রস্ত হয়ে পড়েছিল।
ইরান স্বাধীনভাবে নীতি গ্রহণ করে এবং বিপ্লবী ও প্রতিরোধ ফ্রন্টকে রক্ষায় কাজ করে বলে মন্তব্য করেন রামাজান শরিফ।