• রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ন

পিরামিড নির্মাণ রহস্যোদ্ঘাটন

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

প্রায় ৫ হাজার বছর আগে নির্মাণকৃত মিসরের পিরামিড নিয়ে রহস্যের জট আজও খোলেনি। জানা সম্ভব হয়নি কীভাবে নির্মাণ করা হয়েছিল এই বিশাল স্থাপনা। স¤প্রতি কিছু প্রতœতাত্তি¡ক দাবি করেন, তারা সেই রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ গবেষণার পর প্রতœতাত্তি¡কদের দাবি, তারা জানতে পেরেছেন কীভাবে মিসরের কায়রোর অদূরে নীল নদের পশ্চিম তীরের শহর গিজায় পিরামিড তৈরিতে ব্যবহৃত এক লাখ ৭০ হাজার টন ওজনের পাথর পরিবহন করা হয়েছিল। বলা হচ্ছে, এই বিশাল পাথর বহনের উদ্দেশ্যেই ওই সময় তৈরি করা হয় বিশেষ ধরনের নৌকা। আর সেই নৌকা দিয়ে নীল নদের তীরে অবস্থিত দেশের দক্ষিণাঞ্চলের শহর অসান থেকে প্রায় ৫৩৩ মাইল বহন করে গিজায় পাথরগুলো পরিবহন করা হয়। আর এভাবেই তৈরি হয় চার হাজার বছর আগে মিসরের সম্রাট কুফুর পিরামিড। মিসরে খনন কাজ চালানো ৩০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন মার্কিন প্রতœতাত্তি¡ক মার্ক লেহনের জানান, আমরা পাথর বহন করার কাজে ব্যবহার হওয়া খালের মধ্য অববাহিকা চিহ্নিত করতে সক্ষম হয়েছি। আমাদের ধারণা সেটা ছিল পাথর সরবরাহের প্রাথমিক জায়গা যেখান থেকে পরে সেগুলো গিজায় নিয়ে যাওয়া হতো। গবেষণাটি মূলত করা হয়েছিল ৪ হাজার বছরের বেশি পুরনো সম্রাট কুফুর সমাধি কীভাবে নির্মাণ করা হয়েছিল তা জানতে। দি ইনডিপেনডেন্ট।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ