রংপুর প্রতিনিধি॥
রংপুরের পীরগাছায় কামরুল ইসলাম (৩০) নামে এক ব্যক্তি গত এক সপ্তাহ থেকে নিখোঁজ রয়েছে। তার পরিবার তাকে খুজে না পেয়ে এ ঘটনায় পীরগাছা থানায় একটি সাধারন ডাইরী করেছে। সে উপজেলার অনন্তরাম সরকারটারী গ্রামের মৃত জলিল মিয়ার ছেলে।
জানা গেছে, নিখোঁজ কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে মানষিক রোগে ভুগছিল। সে গত ২৬ আগস্ট রাতে তার নিজ বাড়ি হইতে পীরগাছা বাজার যাওয়ার কথা বলে বাড়ি হইতে বাহির হয়। পরে আর সে ঘুরে আসেনি। তার বাম পা ভাঙ্গা আছে, সে ক্রাস ব্যবহার করে চলাফেরা করে, গায়ের রং- শ্যামা। তার বড় ভাই কাওছার আলী তাকে আতœীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খুঁজে না পেয়ে গত ২৯ আগস্ট পীরগাছা থানায় একটি সাধারন ডাইরী করেন। যার নং-১১৭৯। কোন ব্যক্তি তার সন্ধান পেলে নিম্ন মোবাইল নম্বর-০১৭৩১৯২৯৮০১, যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।