প্রথমবারের মতো ফিলিস্তিনের জন্য রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সৌদি আরব। ফিলিস্তিনি কর্মকর্তারা বিষয়টিতে সন্তুষ্ট হলেও খুশি হতে পারেনি ইসরায়েল। ফিলিস্তিনে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূতের জন্য জেরুজালেমে কূটনৈতিক স্থাপনা প্রতিষ্ঠার ধারণাকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন গতকাল রবিবার তেল আবিবে বলেন, ‘নতুন রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরি ফিলিস্তিনের প্রতিনিধিদের সঙ্গে দেখা করতেই পারেন।
তবে তাঁর নির্দিষ্ট উপস্থিতি এখানে থাকবে না। জেরুজালেমে কি কোনো কর্মকর্তা শারীরিকভাবে বসবেন? এটা আমরা হতে দেব না।’এদিকে জর্দানে একটি অনুষ্ঠানে ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের কূটনৈতিক উপদেষ্টা মাজদি আল-খালিদি জানান, তিনি সৌদি আরবের অনাবাসিক দূত হিসেবে রাষ্ট্রদূত নায়েফ আল-সুদাইরির পরিচয়পত্র হাতে পেয়েছেন। নায়েফ আল-সুদাইরি বর্তমানে জর্দানে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত।
গত শনিবার আম্মানের ফিলিস্তিনি দূতাবাসে তাঁকে ফিলিস্তিনের অনাবাসিক দূত এবং জেরুজালেমে নিযুক্ত কনসাল জেনারেল হিসেবে ঘোষণা দেওয়া হয়।