• রবিবার, ১০ ডিসেম্বর ২০২৩, ১০:৫৩ পূর্বাহ্ন

মিয়ানমারের সরকার অসুর, এরা বধ হবে: অর্থমন্ত্রী

আল ইসলাম কায়েদ
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৭

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর পরিচালিত বর্বরতার কারণে দেশটির সেনাবাহিনী ও সরকারকে ‘অসুর’ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার দুপুরে সিলেটের মালনিছড়া চা বাগানে পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে তিনি বলেন, মিয়ানমারের দুর্বৃত্ত সরকার সে দেশের মানুষের ওপর নির্যাতন করছে। অনেক হত্যাযজ্ঞ চালাচ্ছে। রোহিঙ্গাদের মিয়ানমার ছাড়তে বাধ্য করছে। তবে এ সংকট বেশি দিন থাকবে না।

অর্থমন্ত্রী বলেন, দুর্গাপূজা চলছে, অসুরের বধ হবে। সেই সঙ্গে মিয়ানমারের অসুরও বধ হবে। দূর হবে সংকট।

তিনি আরও বলেন, একসময় দুষ্ট লোক হিসেবে শুধু অসুর ছিলেন। কিন্তু এখন অসুরের অভাব নেই। জঙ্গিবাদ, দুর্নীতিবাজ ও দুষ্কৃতকারীরাও অসুর।

তিনি সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আহ্বান জানান, দেবী দুর্গার কাছে যেন তারা এসব অসুর নিধনের প্রার্থনা করেন।

পূজামণ্ডপ পরিদর্শনের সময় মন্ত্রী গরিব হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে বস্ত্র বিতরণ করেন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমেদ, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত দাস, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুজাত আলী রফিক প্রমুখ।

Share Button


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ