• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ০৩:৩৬ পূর্বাহ্ন

সুদানে হস্তক্ষেপ প্রয়োজন : জাতিসঙ্ঘ

নিউজ ডেস্ক
আপডেটঃ : বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

সুদানের লড়াই চার মাস ছাড়িয়েছে। নারী ও শিশুদের অবস্থা ভয়াবহ, রিপোর্ট প্রকাশ করল ইউএন এবং একাধিক সংস্থা।

বিশ্বের ২০টি গুরুত্বপূর্ণ মানবাধিকার সংস্থা এবং জাতিসঙ্ঘ যৌথভাবে একটি রিপোর্ট পেশ করেছে। সেখানে সুদানের বর্তমান পরিস্থিতির উল্লেখ করা হয়েছে। রিপোর্ট বলা হয়েছে। এমন পরিস্থিতি চলছে থাকলে কিছুদিনের মধ্যেই ভয়াবহ খাদ্যসঙ্কট তৈরি হবে সুদানে। বস্তুত, তীব্র খাদ্যসঙ্কটের পরিস্থিতি থেকে সুদান এক পা দূরে আছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

বলা হয়েছে, খাদ্যসঙ্কট হলে দেশের ৬০ লাখ মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হবেন। না খেতে পেয়ে মৃত্যু হবে তাদের। বস্তুত, ইতোমধ্যেই খাবার লুঠ শুরু হয়ে গেছে। যুযুধান দুইপক্ষের সেনাই বেসামরিক মানুষের জন্য আসা খাবার এবং মানবিক সাহায্য লুঠ করছে। মানবাধিকার সংগঠনের কর্মীদের উপরেও আক্রমণ চালানো হচ্ছে।

গত ১৫ জুলাই থেকে সুদানের সেনাপ্রধানের সাথে আধা সামরিক বাহিনীর প্রধানের লড়াই শুরু হয়েছে। ফলে সামরিক বাহিনী কার্যত দুইভাগে ভেঙে গেছে। মধ্যবর্তী সময়ে আটবার যুদ্ধবিরতি ঘোষণা হলেও লড়াই থামেনি। ফলে দেশের প্রশাসন কার্যত ভেঙে পড়েছে।

রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে নারী এবং শিশুরা। নারীদের উপর অত্যাচার ৯০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তাদের ধর্ষণ করা হচ্ছে এবং যৌন হেনস্থা করা হচ্ছে।

জাতিসঙ্ঘের হিসেব অনুযায়ী যুদ্ধে এখনো পর্যন্ত অন্তত চার হাজার মানুষ নিহত হয়েছেন। এর মধ্যে ২৮ জন মানবাধিকার কর্মী এবং স্বাস্থ্যকর্মী আছেন। বিভিন্ন মানবাধিকার সংস্থার সাথে যারা কাজ করতেন। মৃত্যু হয়েছে ৪৩৫টি শিশুর।

যুদ্ধের ফলে গৃহহীন হয়ে পড়েছেন অন্তত চল্লিশ লাখ মানুষ। তারা হয় নিজের দেশে অথবা পার্শ্ববর্তী দেশগুলোতে আশ্রয় নিয়েছেন। সব মিলিয়ে এক ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে সুদানে।

মানবাধিকার সংগঠন এবং জাতিসঙ্ঘের বক্তব্য, বিশ্বের গুরুত্বপূর্ণ দেশগুলোর এবার সুদানে হস্তক্ষেপ করা উচিত। আর অপেক্ষা করলে বড্ড বেশি ক্ষতি হয়ে যাবে। লাখ লাখ মানুষের প্রাণ সঙ্কটের মুখে পড়বে। ফলে দ্রুত হস্তক্ষেপ করে ব্যবস্থা নেয়া প্রয়োজন।

যুযুধান দুইপক্ষের সাথে একাধিকবার বৈঠকে বসার চেষ্টা করেছে জাতিসঙ্ঘ। কিন্তু তারা লড়াই থামাতে রাজি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ