যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় ‘ভুয়া খবর’ তৈরি করে মার্কিন ভোটারদের বিভ্রান্ত করার জন্য ব্যাপক সমালোচিত লেখক পল হর্নার মারা গেছেন।
আরিজোনার লেভিনের একটি বাসভবন থেকে গত ১৮ সেপ্টেম্বর ৩৮ বছর বয়সী হর্নারের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছে বিবিসি।
এক ফেসবুক পোস্টে তার ভাই জেজে জানান, মায়ের বাড়িতে ঘুমের মধ্যেই হর্নার মারা যান।
অতিরিক্ত ওষুধ সেবনের কারণে তার মৃত্যু হয়েছে বলে কর্মকর্তারা সন্দেহ করছেন।
মেরিকোপা কাউন্টি পুলিশের মুখপাত্র মার্ক কেসি হর্নারের মৃত্যুর খবর নিশ্চিত করেন।
তিনি জানান, ময়নাতদন্তে হর্নারকে খুন করার কোনো আলামত পাওয়া যায়নি।
ঘটনাস্থলে পাওয়া আলামত দেখে মনে হচ্ছে এটি অতিরিক্ত ওষুধ সেবনজনিত দুর্ঘটনা বলে উল্লেখ করেন মার্ক কেসি।
ফেসবুক ও নিজের বানানো ওয়েবসাইটগুলোতে ভুয়া খবর ও নিবন্ধ প্রকাশ করার কারণে পরিচিতি পেয়েছিলেন হর্নার।
গত বছরের নভেম্বরে ওয়াশিংটন পোস্টকে দেয়া এক সাক্ষাৎকারে হর্নার বলেছিলেন, যুক্তরাষ্ট্রের ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প তার কারণেই জয়ী হয়েছেন।