চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
“বয়স বৈষম্যের বিরুদ্ধে রুখে দাঁড়ান” শ্লোগানে বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান ভোলাহাট উপজেলা শাখা আয়োজিত রবিবার আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রথমে একটি বিশাল র্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে সংঘের সভাপতি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নুরুল ইসলামের সভাপত্বিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সংঘের উপদেষ্টা মন্ডলির সদস্য আলহাজ্ব নৈমুদ্দিন আহমেদ, সহ সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক আজাহার আলী, আব্দুল ওহাব, মোতাহার হোসেন, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, আলহাজ্ব শাহজাহান আলী মাষ্টার, আব্দুস সাত্তার ও আব্দুর রশিদসহ অন্যরা। পরে মুশরীভূজা গ্রামের মমতাময় আকতারুল ইসলাম ও মমতাময়ী তাহেরা বেগমকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়। সভায় বক্তারা সরকারের কাছে প্রবীণদের জন্য ১৭টি দাবী তুলে ধরেন।