শত্রুদের মোকাবিলায় কৌশলগত পারমাণবিক অস্ত্রের মহড়া চালানোর কথা জানিয়েছে উত্তর কোরিয়া। দুটি দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে শত্রুদের সতর্কবার্তা দেয় দেশটি।
উ. কোরিয়ার রাষ্ট্রীয় নিউজ এজেন্সি কেসিএনএ রবিবার (৩ সেপ্টেম্বর) জানিয়েছে, শনিবার দিনের শুরুর দিকে মহড়া শুরু করে পিয়ংইয়ং। পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি হিসেবে এই মহড়া। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছে দেশটি।
প্রতিবেদনে বলা হয়েছে, মহড়ায় নকল পারমাণবিক ওয়ারহেড বহনকারী দুটি ক্রুজ ক্ষেপণাস্ত্র কোরীয় উপদ্বীপের পশ্চিম সাগরের দিকে ছোড়া হয়। যা ১৫০ মিটার উচ্চতায় ১৫শ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানে।
গত মাসে গোয়েন্দা স্যাটেলাইট ব্যর্থ উৎক্ষেপণের পর এটিই সবশেষ পারমাণবিক ক্ষেপণাস্ত্র মহড়া কিম জং উন সরকারের। সম্প্রতি প্রতিবেশী দ. কোরিয়া ও যুক্তরাষ্ট্র কোরীয় উপকূলে ১১ দিনব্যাপী গ্রীষ্মকালীন যৌথ বার্ষিক সামরিক মহড়া চালিয়েছে। যা ওলচী ফ্রিডম নামে পরিচিত। দুই দেশের এমন উসকানিমূলক কর্মকাণ্ডকে উ. কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি হিসেবে দেখছে কিম প্রশাসন। এর জবাবে পারমাণবিক ক্ষেপণাস্ত্রের মহড়া চালায় দেশটি।
কেসিএনএ’র প্রতিবেদনে আরও জানা গেছে, উ. কোরিয়ার নেতা কিম জং পুকজং মেশিন কমপ্লেক্স পরিদর্শন করেছেন। নিজেদের নৌ বাহিনীকে আরও সু সংগঠিত এবং শক্তি বাড়ানোর ওপর জোর দিয়েছেন তিনি। তবে তিনি কবে এবং কখন যুদ্ধাস্ত্র কারখানা পরিদর্শন করেছেন তা উল্লেখ করেনি কেসিএনএ।