• শনিবার, ৩০ নভেম্বর ২০২৪, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম:
নির্মল বায়ুর শহর রাজশাহীর বাতাসে দিন দিন বাড়ছে ধূলিকণা ইন্দোনেশিয়া থেকে কয়লা আসায় সচল হলো বিদ্যুৎকেন্দ্র অন্তর্বর্তীকালীন সরকারকে উৎখাতে ষড়যন্ত্রের তথ্য ফাঁস করলেন সাংবাদিক ইলিয়াস নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের তিন নেতাকে ইসকনের উপাসনালয় ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার চিকিৎসা নিতে এসে আসাদুজ্জামান নূর ও তানভীর ইমামকে শিক্ষার্থীদের কিল-ঘুষি দেশের এক টুকরো মাটিও হায়েনাদের হতে দেয়া হবে ১৮ দেশের মুসল্লি জোড় ইজতেমায়, একজনের মৃত্যু চিন্ময় দাসের গ্রেফতার নিয়ে জাতিসংঘ ফোরামে বাংলাদেশের বিবৃতি বিপ্লবী ছাত্র পরিষদের ইসকন ও আ.লীগকে নিষিদ্ধের দাবি ইসকন দেশে অশান্তি করছে ভারতের প্রেসক্রিপশনে: হাসনাত

প্রথমবারের মতো সৌদিতে ইউনেস্কোর বৈঠকে ইসরাইলি প্রতিনিধিদল

নিউজ ডেস্ক
আপডেটঃ : মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর, ২০২৩
বৈঠকে অংশ নেওয়া ইসরাইলি প্রতিনিধিদল। ছবি: রয়টার্স

ইসরাইলের একটি প্রতিনিধিদল সৌদি আরবে অনুষ্ঠিত জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর একটি বৈঠকে অংশ নিয়েছে। সৌদি রাজধানী রিয়াদে সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এটিই প্রথম আনুষ্ঠানিকভাবে কোনো ইসরাইলি প্রতিনিধিদলের সৌদি সফর।

বার্তা সংস্থা রয়টার্স এ খবর দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থাটিকে একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির ৪৫তম অধিবেশনে তিনজন ইসরাইলি কর্মকর্তাকে দেখা গেছে। তবে বার্তা সংস্থাটির পক্ষ থেকে যোগাযোগ করা হলেও কর্মকর্তারা কোনো কথা বলেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বৈঠকের বিষয়ে এক ইসরাইলি কর্মকর্তা জানান, প্রতিনিধিদলটিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা বিষয়ক উপমহাপরিচালক ও প্যারিসে ইউনেস্কোতে নিযুক্ত রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া ইসরাইলের শিক্ষা মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি ও দেশটির পুরাকীর্তি কর্তৃপক্ষের চেয়ারম্যানও বৈঠকে অংশ নিয়েছেন বলে জানান তিনি।

রয়টার্স বলছে, এ বিষয়ে জানতে চাইলে সৌদি সরকারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। তাছাড়া ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং ইউনেস্কোর পক্ষ থেকেও কোনো মন্তব্য করা হয়নি।

প্রসঙ্গত, সৌদি আরব ও ইসরাইলের মধ্যে আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই। সে কারণে সৌদি ভূখণ্ডে ইসরাইলি কর্মকর্তাদের প্রকাশ্যে উপস্থিতি খুবই বিরল। যদিও দুই দেশের মধ্যে গোপন যোগাযোগ রাখার বিষয়টি ওপেন সিক্রেট।

বিগত কয়েক বছর ধরেই ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিককরণ চুক্তিতে স্বাক্ষর করতে রিয়াদকে চাপ দিয়ে আসছে। ইতোমধ্যে ওয়াশিংটনের মধ্যস্থতায় ইসরাইলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করেছে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মরক্কো।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ